বাঁশখালী উপজেলার সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার(২ জুন) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই আদালত পরিচালনা করা হয়।
এ সময় রাস্তা বন্ধ করে শোডাউন, নির্ধারিত সময়ের (রাত ৮টা) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় পুকুরিয়া ইউনিয়নে তিনজন চেয়ারম্যান ও দুইজন সাধারণ সদস্য প্রার্থী এবং সাধনপুরে দুই জন সাধারণ সদস্য প্রার্থীর প্রত্যেককে ১০ দশ হাজার টাকা করে এবং সাধনপুরে অপর এক সদস্য প্রার্থীকে পাঁচ হাজার টাকাসহ মোট পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার, তোরণ অপসারণ করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহামুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগেও গত দু’দিন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।