বাঁশখালীতে ডাম্পার চাপায় এক ব্যক্তির মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৯:৩২ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার ছনুয়ায় ডাম্পার চাপায় কবির আহমদ (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৮ মার্চ) দুপু‌রে ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুদুকখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির আহমদ একই এলাকার হাফেজ গোলাম কাদেরের পুত্র। নিহ‌ত ক‌বির আহম‌দের স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে র‌য়ে‌ছে ব‌লে সূত্রে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম খুদুকখালী পুরাতন লঞ্চঘাট সংলগ্ন জামে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে বের হচ্ছিলেন কবির আহমদ। মসজিদের সামনের রাস্তায় বের হওয়া মাত্র ডাম্পার চাপায় নিহত হন তিনি।

ঘটনাস্থল থেকে জনতা এমরান নামের ডাম্পার চালককে মারধর ক‌রে বলে জানা যায়। ডাম্পার চালক এমরান খুদুকখালী ৭ নম্বর ওয়ার্ডের ৬০ নম্বর পাড়ার জামাল উদ্দিনের পুত্র।

এ ব্যাপা‌রে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে মরদেহ উদ্ধার কর‌লে প‌রিবারের সদস্যদের আ‌বেদ‌নের প্রেক্ষি‌তে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।”

এ ব্যাপারে এক‌টি অপমৃত্যু মামলা হ‌য়ে‌ছে ব‌লে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ২১ দোকানদারকে ৫৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই সন্তানের জননীর আত্মহত্যা