বাঁশখালীতে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৭

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৮:৩৩ অপরাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবা সহ ৭ জনকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার(২২ এপ্রিল) রাতে বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন, পরিদর্শক (তদন্ত) এসএম আরিফুর রহমান, এসআই মং থোয়াই হ্লা চাক, এসআই আজিমুল হক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

এতে প্রথম অভিযানে ১০ হাজার পিস ইয়াবা এবং অপর অভিযানে ৯শ’ পিস ইয়াবা সহ মোট ১০ হাজার ৯শ’ পিস ইয়াবা সহ ৭ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো টেকনাফের হৃীলা ইউপি’র লেদা শরণার্থী ক্যাম্প এলাকার জাফর আলমের পুত্র মো. জুবাইর(২৪), মোক্তার মিয়ার পুত্র মো. সাকিল (২০), বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ি এলাকার দুলা মিয়ার পুত্র তারেকুর রহমান(২২)।

তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারা মতে বাঁশখালী থানায় মামলা রুজু করা হয়।

অপর অভিযানে টেকনাফের শাহ্পরীর দ্বীপ (জালিয়া পাড়া) এলাকার মৃত মো. ইউনুছের পুত্র মো. নুরুল জোহার (৩০), টেকনাফের বাহারছড়া এলাকার মৃত আলী আহম্মদের পুত্র মোক্তার আহম্মদ(৩০), টেকনাফের হাজং পাড়ার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মো. তামিম(২২), টেকনাফের গোদার বিল রওশন আলীর পুত্র মো. ইসমাইল(২৫)-এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারা মতে বাঁশখালী থানার মামলা রুজু করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, “থানা পুলিশ আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। এতে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবা সহ ৭ জনকে গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেন্টাল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৬ শতাংশ
পরবর্তী নিবন্ধবন্দরে উল্টে পড়ল মালবাহী ট্রেনের বগি