বাঁশখালীর গণ্ডামারায় ১৩২০ মেগাওয়াট এসএম পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চীনা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তার নাম লি ঝিয়াওফেই বলে জানা গেছে।
জানা গেছে, শুক্রবার বিকালে এসএস পাওয়ার প্ল্যান্টের অফিসের পশ্চিম পাশে অর্থাৎ সেফকো-৩ অফিসের বিপরীত(দক্ষিণ) পাশে অবস্থিত মেইন পাওয়ার হাউজের নিচ তলায় টারবাইনে ইলেকট্রিক সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এসএম পাওয়ার প্ল্যান্টের প্রকল্প সমন্বয়কারী ফারুক আহমদ এক বিদেশী নাগরিকের মৃত্যুর খবর শুনলেও বিস্তারিত জানেন না বলে জানান।