চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে পুকুরের পানিতে পড়ে রিফাত হোসাইন জিহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
রিফাত হোসাইন শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মনকিচর এলাকার জসিম উদ্দিনের ছেলে।
রিফাত বাড়ির পাশে খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে টাইম বাজার এলাকায় অবস্থিত বেসরকারি বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন।
এ সময় বাঁশখালী স্কয়ার ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল রাকিব শিশুটিকে মৃত ঘোষণা করেন।