বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকায় পুকুরে ডুবে সামিহা আফসা (মীমহা) নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৬ নভেম্বর) সকালে পানিতে ডুবে মৃত্যুবরণকারী সামিহা আফসা (মীমহা) মোহাম্মদ মোর্শেদ এলাহীর ছোট মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর মতে রবিবার সকালে বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সামিহা। খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।