বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেঁচুরিয়ায় আইজা(৪)নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সে বৈলছড়ি ইউনিয়নের চেঁচুরিয়া এলাকার মোহাম্মদ ইদ্রিছের কন্যা। বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুসরাত জাহান মৃত্যু নিশ্চিত করেন।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে বাড়ির সবাই ব্যস্ততার ফাঁকে সে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে বাড়িতে নিয়ে শিশুটির মরদেহ দাফন করা হয় বলে জানান তারা।