বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮নং ওয়ার্ডের ছানা উল্লাহ তালুকদার বাড়ি এলাকার এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পাঁচ বছর বয়সী শিশুটি মোহাম্মদ নেজাম উদ্দিনের পুত্র আব্দুল্লাহ আল আমিন বলে জানা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মুহাম্মদ আব্দুল্লাহ আল আমিন স্থানীয় ছানাউল্লাহ তালুকদার আদর্শ তালিমুল কুরআন একাডেমিতে শিশু শ্রেণির ছাত্র। সকালে মাদরাসা থেকে এসে বাড়ির পাশের পুকুর পাড়ে আমলকী গাছ থেকে আমলকী পাড়তে গিয়ে অসতর্কতাবশত সে পুকুরে পড়ে যায়।
এদিকে, তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ বাচ্চাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসতে দেখেন।
বিকেল সাড়ে তিনটার সময় তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।