বাঁশখালীতে খেলাচ্ছলে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু

| বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৪:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপ‌জেলার শে‌খেরখীল ইউ‌নিয়‌নের লালজীবন পাড়ায় পুকুরের পা‌নি‌তে ডুবে মো. আদিল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩০ আগস্ট) সকালে শেখেরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার লালজীবন পাড়ায় এ ঘটনা ঘটে।

পা‌নি‌তে প‌ড়ে মারা যাওয়া শিশু মো. আদিল ওই এলাকার মোহাম্মদ সেলিম উদ্দিনের পুত্র।

পরিবা‌রের সদস্যরা জানান, আদিল খেলাচ্ছলে পুকু‌রের পা‌নি‌তে প‌ড়ে গে‌লে প‌রিবারের লোকজন তাকে খুঁজতে খুঁজতে পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখে। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে চাম্বলস্থ একটি বেসরকারি হাসপাতালে নি‌য়ে যাওয়া হলে শিশু আদিলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধলামায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধজিয়া তার ‘পাপের কারণে’ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন