চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল মুন্সিখীল পূর্বপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আশফিয়া জান্নাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৬ আগস্ট) সকালে পশ্চিম চাম্বল মুন্সিখীল পূর্বপাড়া এলাকায় পুকুরের পানিতে পড়ে মারা যাওয়া আশফিয়া জান্নাত পূর্ব-চাম্বল ৬নং ওয়ার্ড সোনারখীল এলাকার মোহাম্মদ আলমের কন্যা।
আশফিয়া মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
তার পরিবারের সদস্যরা জানায়, নানার বাড়িতে বেড়াতে যাওয়া আশফিয়া খেলার ছলে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে পুকুরের পানি থেকে তুলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।