বাঁশখালীর চাম্বলে জিতলেন নৌকার প্রার্থী মুজিবুল

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৯:৫৭ অপরাহ্ণ

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের নির্বাচন সকল কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

অসংখ্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যদের উপস্থিতিতে আজ বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারের পাশাপাশি উৎসুক জনতা। বাঁশখালীর একটি মাত্র ইউনিয়নে দু’দফা ভোট স্থগিত হয়ে তৃতীয় দফায় ভোটগ্রহন করাতে জনগণের আগ্রহ ছিল বেশি।

আজ বুধবার রাত ৮টার দিকে বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুসারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী মুজিবুল হক চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৯,২৯২ ভোট, মো. ফজলুল কাদের আনারস প্রতীকে ৫,৭১৬ ভোট, এরশাদুর রহমান চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ১৩২ ভোট, সাহেদা বেগম নুরী চশমা প্রতীকে ৬৬ ভোট।

নির্বাচনের ফলাফল অনুসারে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোছাম্মদ হীরা মনি সূর্যমুখী প্রতীক নিয়ে ২,৮০৪ ভোট পেয়ে বিজয়ী হন।

এ ওয়ার্ডে অপর প্রার্থী ইসমত আরা বেগম তাল গাছ প্রতীক পান ১,৮১৫ ভোট, ফারজানা শারমিন বই প্রতীকে ৭৬৬ ভোট।

সংরক্ষিত ২নং ওয়ার্ডে ফাতেমা বেগম বই প্রতীক নিয়ে ২,২৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। এ ওয়ার্ডে অপর প্রার্থী জিন্নতুল রেহেনা বেবী বক প্রতীকে পান ১,৪৩৪ ভোট, জন্নাতুল ফেরদৌস সূর্যমুখী প্রতীকে ৮৩০ ভোট।

সংরক্ষিত ৩নং ওয়ার্ডে সুলতানা নার্গিস হেলিকপ্টার প্রতীক নিয়ে ২,৩০৭ ভোট পেয়ে বিজয়ী হন। এ ওয়ার্ডে অপর প্রার্থী কোহিনুর আকতার বই প্রতীকে পান ১,৭৪৪ ভোট, মনোয়ারা বেগম মাইক প্রতীকে ১,২২৪ ভোট।

সাধারণ ১নং ওয়ার্ডে মো. শহীদ উল্লাহ ফুটবল প্রতীক নিয়ে ১,০৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। এ ওয়ার্ডে অপর প্রার্থী নুরুল কবির আপেল প্রতীক পান ৭৫৪ ভোট, মাহমুদুল হক মোরগ প্রতীকে ১৯৪ ভোট, আজগর হোছাইন তালা প্রতীকে ২৪ ভোট।

২নং ওয়ার্ডে মোক্তার আহমদ টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী মো. জাফর ইকবাল ফুটবল প্রতীকে পান ৪১৮ ভোট, মুরাদুল ইসলাম মোরগ প্রতীকে ২৫০ ভোট, নুর মোহাম্মদ তালা প্রতীকে ৩৫৫ ভোট।

৩নং ওয়ার্ডে ফজল কাদের ফুটবল প্রতীকে ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী আবুল বশর চৌধুরী মানিক মোরগ প্রতীকে পান ৩৭১ ভোট, ফেরদৌস আলম হোছাইনী আপেল প্রতীকে ৩৪৮ ভোট, এস এম আবদুর রশিদ টিউবওয়েল প্রতীকে ২২৯ ভোট।

৪নং ওয়ার্ডে আহমদ কবির মোরগ প্রতীকে ১,০২১ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী রবিউল আলম ফুটবল প্রতীকে পান ৪০৫ ভোট, মোহাম্মদ ইদ্রিস তালা প্রতীকে ৬ ভোট, দেলোয়ার হোছাইন আপেল প্রতীকে ১৩ ভোট, আবুল কালাম আজাদ টিউবওয়েল প্রতীকে ৮৮ ভোট।

৫নং ওয়ার্ডে নুরুল হোছাইন টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী নুরুল আলম আপেল প্রতীকে পান ৩০০ ভোট, বদিউল আলম বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৩৩ ভোট, মো. কাইছার উদ্দিন মোরগ প্রতীকে ১৯৯ ভোট, জাকের আহমদ ঘুড়ি প্রতীকে ১০৪ ভোট, আবু হানিফ তালা প্রতীকে ৩৪ ভোট, আবছার হোসেন ফুটবল প্রতীকে ১৩৬ ভোট।

৬নং ওয়ার্ডে জসীম উদ্দিন সিকদার ফুটবল প্রতীক নিয়ে ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী আব্দুল মাবুদ বৈদ্যুতিক পাখা প্রতীকে পান ৩১৯ ভোট, আশরাফ আলী টিউবওয়েল প্রতীকে ২৯৩ ভোট, মোস্তাক আহমদ ঘুড়ি প্রতীকে ২৫৩ ভোট, মোহাম্মদ দিদার তালা প্রতীকে ৬৮ ভোট, মো. আলী হোসেন মোরগ প্রতীকে ২১ ভোট, মো. জসিম আপেল প্রতীকে ২১৩ ভোট।

৭নং ওয়ার্ডে রহমত উল্লাহ ফুটবল প্রতীক নিয়ে ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী কামরুল হাসান মোরগ প্রতীকে পান ২৭০ ভোট, ছরওয়ার হোছাইন বাবুল বৈদ্যুতিক পাখা প্রতীকে ৪০৪ ভোট, মাহফুজুর রহমান তালা প্রতীকে ১৪৪ ভোট, মোবারক আলী আপেল প্রতীকে ২২১ ভোট, মো. বাবুল টিউবওয়েল প্রতীকে ৫৯ ভোট, সন্তোষ কান্তি রুদ্র ঘুড়ি প্রতীকে ৭ ভোট।

৮নং ওয়ার্ডে মো. ইয়াছিন চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী গিয়াস উদ্দিন ঘুড়ি প্রতীকে পান ৩১৮ ভোট, মোহাম্মদ আলী মোরগ প্রতীকে ১০২ ভোট, মো. হোছাইন আপেল প্রতীকে ২৭১ ভোট, রিদুয়ানুল করিম টিউবওয়েল প্রতীকে ৯ ভোট।

৯নং ওয়ার্ডে সোহেল ইকবাল চৌধুরী মোরগ প্রতীকে ১,৪৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী নাছির আহমদ চৌধুরী ফুটবল প্রতীকে পান ৮৯৬ ভোট।

আজ বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা।

এ সময় নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তা রকর চাকমা সাথে ছিলেন।

ফলাফল ঘোষণা শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার এওচিয়া ইউপির সদস্যপদে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাবাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরা হলো না ছেলের