বাঁশখালীতে পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে গতকাল শুক্রবার বিকালে সংঘটিত ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল নাঈম, দক্ষিণ জেলা মহিলা দলের সহ সম্পাদক ও বাঁশখালী পৌর মহিলা দলের সভাপতি শরাবন তাহুরা ফেরদৌস কলি, বিএনপি’র কর্মী মো. দেলোয়ার, মো. পারভেজ, মো. এমরান ও মো. জোবায়ের সহ ৬ জনকে আটক করা হয়েছে।
সারাদেশের মতো বাঁশখালীতে বিএনপি’র বাঁশখালীর সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে জাফরুল ইসলামের বাড়ির উঠানে সমাবেশ করে দক্ষিণ জেলার বিএনপি নেতাসহ বিভিন্ন উপজেলার নেতাদের সমন্বয়ে সহস্রাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন সহকারে জাফরুল ইসলামের বাড়ি থেকে প্রধান সড়কের দিকে যাওয়ার পথে পুলিশের সামনে এলে তাদের প্রধান সড়কে না উঠার জন্য বলা হয়।
তারপর বিএনপি কর্মীরা উত্তেজিত হয়ে দুই পাশের ধানী জমিতে ছড়িয়ে পড়ে।
এ সময় বিএনপি’র উত্তেজিত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
অপরদিকে, পুলিশ আত্মরক্ষার্থে রবার বুলেট ছুড়লে সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্য সহ কমপক্ষে ৩০ জন আহত হয়।












