বাঁশখালীর ১৩ ইউনিয়নে আগামী ১৫ জুন অনুষ্টিতব্য নির্বাচনকে সামনে রেখে বাঁশখালী থানা পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
তারই অংশ হিসাবে থানা পুলিশের বিশেষ দল ছনুয়া এলাকা থেকে অস্ত্রসহ মো. নুরুচ্ছফা (৪৫) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
নুরুচ্ছফা ছনুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খুদুকখালী খাসপাড়া এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুন) গভীর রাতে উপজেলার ছনুয়ার খুদুকখালী এলাকা থেকে তাকে একটি দেশীয় তৈরি এলজি সহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয় বলে থানা পুলিশ সুত্রে জানা যায়।
অপরদিকে, পুলিশের বিশেষ দল কালীপুর ও সরল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০টি লম্বা দা উদ্ধার করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “বাঁশখালীর নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপুর্ণ হয় তার জন্য সকল প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার যাতে না হয় তার জন্য পুলিশ এখন থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে।”
তারই অংশ হিসাবে পুলিশ ছনুয়া থেকে অস্ত্র সহ একজনকে গ্রেফতার এবং কালীপুর ও সরল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লম্বা দা উদ্ধার করে বলে জানান তিনি।