বাঁশখালী‌তে অর্থঋণ মামলার আসা‌মী গ্রেফতার

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ২৭ মার্চ, ২০২৩ at ৮:১৯ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে সোনালী ব‌্যাং‌কের অর্থ ঋণ মামলার এক আসা‌মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আ‌তিকুর রহমান শীলকূপের মন‌কিচর এলাকার আবু বক্ক‌রের ছে‌লে।

সূত্রে জানা যায়, মো. আ‌তিকুর রহমান বাঁশখালী সোনালী ব‌্যাংক থে‌কে মেসার্স হয়রত থান‌ভি গিফট এন্ড ক্রোকা‌রিজ-এর ব‌্যবসার জন‌্য ঋণ গ্রহণ ক‌রে তা প‌রি‌শোধ না করায় তা প‌ত্রিকায় বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে সর্তক করা হ‌লেও তা প‌রি‌শোধ ক‌রে‌ননি।

ফ‌লে গত ২০১৭ সা‌লের ৩১‌ মে তার বিরু‌দ্ধে অর্থঋণ মামলা করা হয় যার অ‌র্থের প‌রিমাণ ২১ লক্ষ ৭৯ হাজার ৮৪৩ টাকা।

এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জা‌রি হ‌লে বাঁশখালী থানা পু‌লিশ মো. আ‌তিকুর রহমান‌কে শীলকূপের মন‌কিচর এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে।

এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন বাঁশখালী থানার এসআই রাজীব চন্দ্র পোদ্দার। তি‌নি গ্রেফতার আসা‌মীকে আজ সোমবার আদাল‌তে সোর্পদ করা হ‌য়েছে ব‌লে জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো ৩ বসতঘর
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় উপজেলা প্রশাসনের সংবর্ধনা বর্জন মুক্তিযোদ্ধাদের