বাঁশখালীতে হত্যা মামলার ৮ আসামী গ্রেফতার

পুলিশের সাঁড়াশি অভিযান

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৮:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়ায় চাচা নুর হোসেন ও তার ছেলেদের হাতে গতকাল বুধবার সকালে নিহত মোহাম্মদ শাহাব উদ্দিনের পিতা এয়াকুব হোসেন বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে, ঘটনার পর থেকে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার সহ চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে মোবাইল ট্রেকিং সহ আধুনিক প্রযুক্তির সাহায্যে আত্মগোপনে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হত্যা মামলার আসামীরা হলো নুর হোসেন (৫৩), তার ৪ পুত্র মোহাম্মদ হাসান (২৭), নয়ন (২৩), মো. রাকিব(১৭), সাইদুল ইসলাম সিহান(১৬), নুর হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (৪০), জাবের হোসেন প্রকাশ পুতু মিয়ার পুত্র বাহাদুর আলম (৩৫), কুমিল্লার মো. হারুন মিয়া ও সোনাব্বরণ নেছার পুত্র মো. মানিক হাসান (৩৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে বাঁশখালীর কাথরিয়ায় চাচা নুর হোসেন ও তার ছেলেদের হাতে মোহাম্মদ শাহাব উদ্দিন খুন হন ও বেশ কয়েকজন আহত হয়। এরপর থেকে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. কামরুল ইসলাম এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম-এর নেতৃত্বে পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপর হয়ে উঠে।

তারই ধারাবাহিকতায় নিহত মোহাম্মদ শাহাব উদ্দিনের পিতা এয়াকুব হোসেন বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ও তার আগে বাঁশখালী থানা পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজিব চন্দ্র পোদ্দার, এএসআই (নিঃ) আব্দুল খালেক ও সঙ্গীয় ফোর্সসহ এ হত্যার ঘটনার সাথে জড়িত এবং মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, “কাথরিয়ায় হামলায় একজন নিহত হওয়ার থেকে পুলিশ তৎপর হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় হত্যার ঘটনার সাথে জড়িত এবং মামলার এজাহারনামীয় ৮ জনকে গ্রেফতার করা হয়।”

অপরাধীরা কোনো অবস্থায় পার পাবে না বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষের পাশে বিএনপিকে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধভারত থেকে আদানির বিদ্যুৎ আসা শুরু