বাঁশখালীতে ভূমি অফিস থেকে ৩ দালাল আটক, জ‌রিমানা

বাঁশখালী প্রতি‌নি‌ধি | রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার কার্যালয় (ভূমি অফিস) থেকে ৩ দালালকে আটক করা হয়েছে।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপু‌রে উপ‌জেলার গণ্ডামারা ইউ‌নিয়‌নের পূর্ব বড়ঘোনার হাজী আবু তাহেরের পুত্র মো. কমরুল আলম বাদশা (৫২), শীলকূপ ইউ‌নিয়‌নের মনকিচরের আবু ছিদ্দিকের পুত্র বাহাদুর (৩৬) ও বৈলছড়ির ইউ‌নিয়‌নের মৃত শফিউল কাদেরের পুত্র আমিনুল ইসলাম(৬৮)কে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এ‌ক্সি‌কিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

আটক দালালদের প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

উপ‌জেলা ও ইউ‌নিয়ন ভূমি অ‌ফিস‌কে দালালমুক্ত করার ধারাবা‌হিকতায় এ অ‌ভিযান ব‌লে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ‌ক্সি‌কিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তি‌নি ব‌লেন, “আ‌মি যোগদান করার পর থে‌কে দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে উ‌দ্যেগ গ্রহন ক‌রে‌ছি। বিগত দি‌নে আ‌রো অ‌নেক দালাল‌কে জ‌রিমানা প্রদান করা হ‌য়ে‌ছে। আ‌মি চাই নি‌জেরা নি‌জে‌দের কাজ নি‌য়ে এ‌সে নি‌র্বি‌ঘ্নে কাজ কর‌বে কোনো দালাল দি‌য়ে নয়।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বাদশা হত্যাকাণ্ডে মামলা
পরবর্তী নিবন্ধসিআইইউতে নলেজ শেয়ারিং বিষয়ক সেমিনার