চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কোহিনুর কেমিক্যাল কোম্পানির এসআর মো. দুদু মিয়া (৩৮) হত্যার প্রধান আসামী মো. ছোটন(২৩)কে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে পুলিশের হাতে গ্রেফতার মো. ছোটন গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা লালীর বড় নতুন বাড়ি এলাকার নেজাম উদ্দীনের পুত্র।
বাঁশখালী থানা পুলিশ জানায়, দুদু মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী তাজমিন নাহার তমা বাদী হয়ে ১১ জানুয়ারি বাঁশখালী থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চাকমা ঘটনার জড়িতদের গ্রেফতারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনার প্রধান আসামী মো. ছোটন (২৩) বাঁশখালী ইকোপার্ক সড়কে সিএনজিচালিত অটোরিকশায় করে অন্যত্র চলে যাওয়ার প্রাক্কালে তাকে গ্রেফতার করেন।
বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের আদালতে স্বীকারাক্তিমূলক জবানবন্দি প্রদানকালে ছোটন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এ ঘটনায় সে সহ আরো দু’জন জড়িত বলে জানায়।
উল্লেখ্য, রংপুর জেলার মিঠাপুকুর এলাকার বিরামপুর গ্রামের হয়রত আলীর পুত্র মোহাম্মদ দুদু মিয়া কোহিনুর কেমিক্যাল কোম্পানির এসআর হিসাবে গণ্ডামারা এলাকা থেকে পণ্য বিক্রির টাকা সংগ্রহ করে মঙ্গলবার রাতে ফেরার পথে গণ্ডামারা ব্রিজে আসলে দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে।
পরে বাঁশখালী হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হত্যাকাণ্ড ও ঘটনার মূ্ল আসামী গ্রেফতারের ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে। তারই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঘটনার মূল আসামী মো. ছোটনকে গ্রেফতার করতে সক্ষম হয়।”
অপর আসামীদের অচিরেই গ্রেফতার করা হবে বলে জানান তিনি।