বাঁশখালীতে ৫ আসামী গ্রেফতার

বাঁশখালী প্রতি‌নি‌ধি | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ১০:৫১ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পুলিশ অভিযান চা‌লি‌য়ে বি‌ভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার ক‌রে‌ছে। আজ র‌বিবার (৯ এপ্রিল) সন্ধ‌্যায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‌ওসি) মো. কামাল উদ্দিন।

বাঁশখালী থানা পু‌লিশ সূত্রে জানা যায়, পু‌লিশ গত ২৪ ঘণ্টায় অ‌ভিযান চা‌লি‌য়ে উপ‌জেলার বি‌ভিন্ন স্থান থে‌কে বি‌ভিন্ন মামলার প‌রোয়ানাভুক্ত আসা‌মী পশ্চিম চাম্বল এলাকার বজল আহমদের পুত্র দিল মোহাম্মদ, সরল চৌধুরী পাড়ার আব্দুল জলিল প্রঃ পুতুন্যা বৈদ্য-এর পুত্র শহিদুল্লাহ প্রঃ শহিদ(২৫), খানখানাবাদের কদমরসুল এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র মোহাম্মদ শাহাদাৎ, পূর্ব বড়ঘোনা এলাকার মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র খুইল্যা মিয়া, মৃত সোলতান আহমদ-এর পুত্র নুরুল আলমকে গ্রেফতার করা হয়।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার ও‌সি মো. কামাল উদ্দিন ব‌লেন, “অপরাধ নির্মূলে পু‌লিশ প্রতি‌দিন অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আস‌ছে। তারই ধারাবা‌হিকতায় বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে প‌রোয়ানাভুক্ত ৫ আসা‌মীকে গ্রেফতারপূর্বক আদাল‌তে সোর্পদ করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধনকল হারপিক-ভিম তৈরি করায় কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপুরনো মালামাল নিলাম ছাড়া নিতে যান চবি ছাত্রলীগের তিন নেতা