বাঁশখালীতে সোমবারের দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৫:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের নুর জাহান কমিউনিটি সেন্টারের সামনে গত ১৪ আগস্ট সোমবার সংঘটিত সড়ক দুঘর্টনায় অবশেষে আজ বুধবার (১৬ আগস্ট) সকালে আহত আরেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। তার নাম মো. তাকিব (১৭) বলে জানা গেছে।

ফলে সড়ক দুঘর্টনাটিতে ঘটনাস্থলে মো. সাইমুন (৩২) এবং একই দিন রাতে চমেক হাসপাতালে মো. হামিদ (২৮)-এর মৃত্যু সহ মোট তিনজনের মৃত্যু হলো।

সূত্র মতে গত ১৪ আগস্ট দুপুরে কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুর জাহান কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রামগামী বাঁশখালী সুপার সার্ভিস নামে একটি বাস পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা ও চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পূর্ব গুনাগরি মৃত আবদু শুক্কুরের পুত্র মো. সাইমুন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় গুরুতর আহত জঙ্গল গুনাগরির মো. আফজালের পুত্র মো. হামিদ ও তাহেরুল ইসলামের পুত্র তাকিবকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে একই দিন রাতে মো. হামিদ মৃত্যুবরণ করেন এবং আজ বুধবার সকালে মো. তাকিব চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

ফলে ওই দুর্ঘটনায় আহত দু’জন সহ ৩ জনই মারা যায়।

ঘটনার ব্যাপারে রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, “১৪ আগস্টের দুঘর্টনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আহত ও নিহতদের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় কোনো মামলা করা হয়নি। সাধারণ ডায়েরি করা হয়েছে।”

বাঁশখালীর একমাত্র প্রধান সড়কটি সরু হও্য়াতে প্রতিনিয়ত দুঘর্টনা সংঘটিত হয়ে থাকে। তার ওপর কক্সবাজারগামী অধিকাংশ গাড়ি, রেজিস্ট্রেশন নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার এ সড়কে চলাচল এবং অদক্ষ চালকসহ সব মিলিয়ে দুঘর্টনা যেন নিত্যসঙ্গী এ সড়কে।

কক্সবাজারগামী অসংখ্য গাড়ি এ সড়কে চলাচল করায় বাঁশখালীর একমাত্র প্রধান সড়কটি চার লেইন করে কক্সবাজারের সাথে সংযুক্ত করে দাবি জানায় স্থানীয়রা।

এ সড়কে প্রতিনিয়ত দুঘর্টনায় মৃত্যু ও আহত হওয়ার ঘটনা সংঘটিত হলেও গাড়ির মালিক ও শ্রমিকেরা প্রভাবশালী হওয়াতে ক্ষতিগ্রস্থরা যথাযথ কোনো ক্ষতিপূরণ কিংবা আর্থিক সহযোগিতা পায় না বলে অভিযোগে প্রকাশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪০
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্ব‌লে পুকু‌রে ডুবে শিশুর মৃত্যু