বাঁশখালী‌তে সড়ক দুঘর্টনায় নিহত ১

গুরুতর আহত ২

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৫:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউ‌নিয়‌নের নুর জাহান ক‌মিউ‌নি‌টি সেন্টারের সাম‌নে এক সড়ক দুঘর্টনায় ১ জন নিহত হয়েছ।

দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চ‌মেক) হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

আজ সোমবার (১৪ আগস্ট) কালীপুর ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের নুর জাহান ক‌মিউ‌নি‌টি সেন্টারের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

এ দুর্ঘটনায় পুর্ব গুনাগ‌রির মৃত আবদু শুক্কু‌রের পুত্র মো. সাইমুন (৩২) ঘটনাস্থ‌লে মৃত্যুবরণ ক‌রেন এবং গুরুতর আহত জঙ্গল গুনাগরির তা‌হের ইসলা‌মের পুত্র
তাকিব (১৭) এবং মো. আফজালের পুত্র মো. হামিদ(২৮)কে প্রাথ‌মিক চিকিৎসা শে‌ষে চ‌মেক হাসপাতা‌লে প্রেরণ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং রামদাশ হাট পু‌লিশ তদন্ত‌ কে‌ন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, আজ সোমবার দুপুর সা‌ড়ে ১২টার‌ সময় কালীপুর ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের নুর জাহান ক‌মিউ‌নি‌টি সেন্টারের সাম‌নে চট্টগ্রামগামী বাঁশখালী সুপার সা‌র্ভিস নামের একটি বাস পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মো. সাইমুন নিহত হন।

এ সময় গুরুতর আহত তাকিব ও মো. হামিদকে
উদ্ধার ক‌রে স্থানীয় বেসরকা‌রি হাসপাতা‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে চ‌মেক হাসপাতা‌লে প্রেরণ করা হয়।

তি‌নি আ‌রো জানান, বাসটি জব্দ করা হ‌য়ে‌ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

উল্লেখ্য, বাঁশখালীর একমাত্র প্রধান সড়ক‌টি সরু হওয়াতে প্রতি‌নি‌য়ত দুঘর্টনা সংঘটিত হ‌য়ে থা‌কে। তার ওপর কক্সবাজারগামী অ‌ধিকাংশ গা‌ড়ি, রেজিস্ট্রেশন নম্বর‌বিহীন সিএন‌জিচালিত অটোরিকশার এ সড়কে চলাচল, অদক্ষ চালক সব মি‌লিয়ে দুঘর্টনা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এ সড়‌কে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী টানেলের উদ্বোধন ২৮ অক্টোবর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু