বাঁশখালীতে কোস্টার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ১১ জুলাই, ২০২২ at ১:১৪ অপরাহ্ণ

নিহত ১, আশংকাজনক ১ জনকে চমেকে প্রেরন, আহত ২
বাঁশখালীর প্রধান সড়কের পাইরাংয়ে কোষ্টার সিএনজি সংঘর্ষ

বাঁশখালীর প্রধান সড়কের সরলের পাইরাং এলাকায় কোস্টার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে প্রেরণ করা হযেছে।

আজ সোমবার(১১ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাঁশখালীমুখী একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী এস. ডিলাক্স স্পেশাল সার্ভিসের কোস্টারের (ঢাকা মেট্রো জ-১১-০১৬৪) সরলের পাইরাংয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শেখেরখীল দারুচ্ছালাম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোরশেদুল হক(৫০)কে বাঁশখালী হাসপাতালে আনা হলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. অমিত দাশ সহ অন্যরা তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় গাড়িতে থাকা বাঁশখালীর শেখেরখীলের হাফেজ মোজাম্মেল হক(৩০), অলক দেবনাথ(২২) গুরুতর আহত হন।

মোজাম্মেল হক আনোয়ারা থেকে শেখেরখীলে নিজ বাড়িতে যাচ্ছিলেন। আর অলক দেবনাথ কালীপুর থেকে জলদীতে যাচ্ছিলেন একটি ফার্মেসিতে চাকরিতে যোগ দেওয়ার জন্য।

তাদের মধ্যে অলক দেবনাথকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি কালীপুর এলাকার মতি দেবনাথের ছেলে।

আহত অটোরিকশা চালককে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলেও তিনি বাইরে যাচ্ছেন বলে সেখান থেকে সটকে পড়েন।

অপরদিকে, শেখেরখীল দারুচ্ছালাম মাদ্রাসার প্রাক্তন ছাত্র নেওয়াজ মোহাম্মদ হীরু জানান, মাদ্রাসায় আজ প্রাক্তন ছাত্রদের একটি সমাবেশ রয়েছে। সেখানে যোগ দিতে আসার পথে এ দুঘর্টনা ঘটে। ব্যক্তি জীবনে মীর মোরশেদুল হক ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। তার বাড়ি সাধনপুর ইউনিয়নের মীর বাড়ি হলেও নাপোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। কোরবানির ঈদে বাড়িতে চলে গেলেও মাদ্রাসায় আজ প্রাক্তন ছাত্রদের একটি সমাবেশ থাকায় সেখানে অংশ নিতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন জানান, দুঘর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে আসে, গাড়িগুলো জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধনগরীতে ছাদ থেকে লাফ দিয়ে এক মায়ের আত্মহত্যা