বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন থেকে অপহৃত আকিল উদ্দিন(৯)কে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বাঁশখালী থানা পুলিশ দীর্ঘ ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় শিশুটিকে গাজীপুর উদ্ধার করলেও আজ শুক্রবার(২০ মে) রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকৃত শিশু সহ পুলিশ বাঁশখালীতে এসে পৌঁছায়নি বলে থানা সূত্রে জানা যায়।
এ ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় ওই শিশুকে উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাহারছড়া এলাকায় অবস্থিত আদর্শ শিশু নিকেতন থেকে ক্লাস করে ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি ৮নং ওয়ার্ডের নেজাম উদ্দিন চৌধুরীর ছেলে মো. আকিল উদ্দিনকে অপহরণ করা হয়।
এ ঘটনায় আকিলের বাবা বাঁশখালী থানায় শিশু অপহরণের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দাখিলের পর শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে। তারই প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও শিশুটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। অভিযানে শিশুটিকে উদ্ধার ও দু’জনকে আটক করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, “শিশু আকিল উদ্দিন অপহৃত হওয়ার বিষয়ে অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাক করে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে জানতে পারি তারা গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় আছে। পরে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় বাঁশখালী থানা পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করে। এসময় দু’জনকে আটক করা হয়।”
শিশুটির অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান শুরু করে দীর্ঘ সময় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।