চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের ২ সদস্যকে গ্রেফতার এবং চোরাইকৃত ৭টি অটোরিকশা উদ্ধার করেছে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে।
আটকদের জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত ১৪ জুন একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হলে বাঁশখালী থানায় মামলা করা হয়। তারই প্রেক্ষিতে গ্রেফতার আসামী সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফজল কাদেরের পুত্র মহিউদ্দিন (৩০), সাতকানিয়ার মধ্যম কাঞ্চনা এলাকার ছগির আহম্মদের পুত্র জিয়াউর রহমান (২৭) আদালতে প্রদত্ত ১৬৪ ধারা জবানবন্দি প্রদানকালে সিএনজিচালিত অটোরিকশা চুরির তথ্য প্রদান করে।
সেই তথ্যের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এসআই আহসান হাবীব, এএসআই আবু তাহের সহ সঙ্গীয় ফোর্স আজ বুধবার দুপুরে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে ওয়াজিদিয়া বায়েজিদ এলাকার মোরশেদ আলমের পুত্র মো. পারভেজ মোশারফ (২৪), মিরসরাই উপজেলার মধ্যম ওয়াহেদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. আলী আজগর(৪০)কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে মামলার চোরাই সিএনজিচালিত অটোরিকশা মোট ৭টি সিএনজিচালিত অটোরিকশা সীতাকুণ্ড থানাধীন বারবকুণ্ড ইউপি এলাকা হতে উদ্ধার করা হয়। গ্রেফতার দু’জনসহ সব চোরাই সিএনজিচালিত অটোরিকশা বাঁশখালী থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় বাঁশখালী থানায় মামলা হলে পুলিশ তদন্তে নামে। তাতে প্রথমে মহিউদ্দিন ও জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে প্রদত্ত ১৬৪ ধারা জবানবন্দি মূলে আজ বুধবার চট্টগ্রামে অভিযান চালিয়ে ওয়াজিদিয়া বায়েজিদ এলাকার মো. পারভেজ মোশারফ, মিরসরাই উপজেলার মধ্যম ওয়াহেদপুর এলাকার মো. আলী আজগরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ ৭টি অটোরিকশা উদ্ধার করে বাঁশখালী নিয়ে আসা হয়।”
গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।