বাঁশখালী‌তে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ৩ মে, ২০২৩ at ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার ক‌রে‌ছে।

আজ বুধবার (৩‌ মে)‌ বিকাল ৫টার দি‌কে বাঁশখালী থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে চাম্বল ইউনিয়নের চাম্বল ছড়ার ব্রিজের উপরের পশ্চিম পাশ থেকে এই ৩জন‌কে গ্রেফতার ক‌রে।

প‌রে তা‌দের কা‌ছে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রা হয়।

গ্রেফতাররা হ‌লো উখিয়ার রত্নাপালংক-এর বালুকিয়া পালং এলাকার মৃত মিয়া হোসাইনের পুত্র শাহজাহান শাহীন (৩১), নোয়াখালীর সোনাইমুড়ি জয়াক বাজার ইউপির ভাওর কোট এলাকার ফজল আহমদের পুত্র মো. বাবুল (৪০), নাইক্ষ্যংছড়ির
বাইশারী এলাকার মৃত মোস্তাক আহম্মদের পুত্র নুরুল আলম (৪৭)।

এ‌ ব‌্যাপা‌রে ২০১৮ সা‌লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা-৩৬(১) সারণির ১০(গ)৪১ অনুসারে মামলা দা‌য়ের ক‌রা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. কামাল উদ্দিন ব‌লেন, “পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার ক‌রে‌। অপরাধ নির্মূলে পু‌লি‌শের এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পানির মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধ১৮ মামলার আসামি আবাসন ব্যবসায়ী গ্রেপ্তার