যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

তার বাড়ি ফটিকছড়ির দাঁতমারায়

| শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। সৈয়দ ফয়সাল (২০) নামের ওই তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত। ফয়সাল চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা ডা. এস এম মজিবুল্লাহ ও সাহেদা দম্পতির একমাত্র পুত্র। তার পরিবার দীর্ঘদিন ধরে আমেরিকা অভিবাসী। তার নানা উত্তর ফটিকছড়ির দাঁতমারার মরহুম সৈয়দ আবুল বশর মাস্টার।

কর্তৃপক্ষ বলছে, বুধবার বিকেলে মাসাচুসেটসের ক্যামব্রিজে অস্ত্রধারী ওই তরুণকে গুলি করা হয়। তার হাতে একটি ছুরি ছিল। মিডলসেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়। আইনজীবী পরে জানান, তার হাতের ছুরিটি ছিল ১২ ইঞ্চির। তিনি ছুরিটি ফেলে দিতে অস্বীকৃতি জানান।
পুলিশ বলছে, ওই তরুণ পুলিশের দিকে অস্ত্র হাতে এগিয়ে আসছিলেন। মিডলসেক্স কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান বলেন, পরিস্থিতি সামলাতে একজন অফিসার প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়ে। তবে এতে তাকে থামানো যায়নি। তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে আসছিলেন। পরে একজন অফিসার তাকে গুলি করেন।

তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। রেনে নামে এক নারী বলেন, অফিসের কেউ কেউ বলেছিলেন, তারা গুলি ছোড়ার শব্দ শুনেছেন। আমরা বাইরে এসে দেখি কেউ একজন দৌড়াচ্ছে। পুলিশ তার পেছনে দৌড়াচ্ছে। তার পায়ে জুতা ছিল না, পরনে শার্ট ছিল না। তার হাতে একটি বই ছিল। যে অফিসার গুলি করেছিলেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্তও করা হবে। ক্যামব্রিজের মেয়র সুমবুল সিদ্দিকী ও সিটি ম্যানেজার ই-আন হুয়াং এক যৌথ বিবৃতিতে গভীর শোক জানান। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

নিহত সৈয়দ ফয়সাল ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন।

আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানান, নিহতের ফুফু সাঈদা পারভীন জানান গুলিতে ফয়সাল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে। এ হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে আমেরিকায় প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড ফেসবুক পেইজে জানায়, ‘মাত্র বিশ বছর বয়সী ফয়সাল ইউএমএএসএস বোস্টন স্কুলের (অনার্স) ছাত্র ছিলেন। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র সন্তান। এরকম একটি ছেলেকে হত্যার ব্যাখ্যা খুঁজতে আমরা ক্যামব্রিজের মেয়র সুম্বুল সিদ্দিকীর সঙ্গে দেখা করব। আমরা শুক্রবার (আজ) দুপুর ১টায় ক্যামব্রিজ সিটি হলের সামনে বিক্ষোভের আয়োজন করেছি। বাঙালিদের বিক্ষোভে যোগ দিতে অনুরোধ জানাচ্ছি।’

পূর্ববর্তী নিবন্ধবিএনপির কর্মসূচি প্রমাণ করে তারা দেশে অস্থিরতা চায় : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধনগরে মাদক মামলা ও আসামির সংখ্যা বেড়েছে