বাংলাদেশ-সুইডেন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান হলেন হুইপ সামশুল

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশের সংসদ সদস্য ও সুইডিশ সংসদ সদস্যদের মধ্যে সুসম্পর্ক স্থাপন ও উভয় সংসদ সদস্যদের মধ্যে রাজনৈতিক মতামত, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও আর্থিক ক্ষেত্রে সুসম্পর্ক জোরদার করার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘বাংলাদেশ-সুইডেন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’।

গত ২১ মে বাংলাদেশ সংসদ সচিবালয়ের আন্তঃ সংসদীয় বিষয়ক ও নিরাপত্তা শাখার পরিচালক সামিয়া রুবায়ত হুসাইন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশের অনুলিপি প্রেরণ করা হয়েছে ঢাকার গুলশানস্থ সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত মিসেস আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডের কাছেও। এতে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপটিতে বাংলাদেশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) এই দলের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ফ্রেন্ডশিপ গ্রুপটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী।

গ্রুপের অন্যান্য সদস্যরা হলেন-বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, রাজবাড়ি ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এমপি, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জাম হোসেন রতন এমপি, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এমপি, কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান এমপি, নারায়নগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লেয়াকত হোসাইন খোকা, জাতীয় সংসদের মহিলা আসন ১৬ এর সংসদ সদস্য হোসনে আরা এমপি ও মহিলা আসন ৬ এর সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার এমপি।

পূর্ববর্তী নিবন্ধএবার যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনছে সরকার
পরবর্তী নিবন্ধপাত্রী দেখতে গিয়ে ২৫ দিন পর পাওয়া গেল তিন বন্ধুর লাশ