হারের লজ্জায় ডুবল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৪:৪৩ অপরাহ্ণ

শেষ পর্যন্ত শংকাই সত্যি হলো। ঢাকা টেস্টে হারের লজ্জায় ডুবল বাংলাদেশ। তাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

প্রথম ইনিংসে সাড়ে তিনশয়ের বেশি রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করেছে মাত্র ১৬৯ রান। ফলে শ্রীলংকার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৯ রানের।

কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩ ওভারে জয় তুলে নেয় লংকানরা।

বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে শ্রীলংকা করেছিল ৫০৬ রান। ফলে ১৪১ রানের লিড পায় শ্রীলংকা।

প্রথম ইনিংসে লিটন এবং মুশফিকের কল্যাণে প্রাথমিক বিপর্যয়ের ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রাথমিক বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি।

সাকিব আর লিটনের হাফ সেঞ্চুরির পর বাকিরা কেউ দাঁড়াতে পারেনি।

এ দু’জন করেছেন ১১০ রান। বাকি নয় জনে মিলে করেছেন ৫৯ রান।

এই জয়ের ফলে দুই ম্যচ সিরিজ জিতে নিল শ্রীলংকা ১-০ ব্যবধানে।

চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে র‌্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৩
পরবর্তী নিবন্ধবিদ্যুৎহীন পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল আলোকিত হবে সোলারে প্যানেলে