বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৪:২৮ অপরাহ্ণ

বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন আদালত।

একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক বেগম জেবুন্নাহার আয়শার আদালত এ আদেশ দেয়।

দণ্ডপ্রাপ্ত আসামী হলেন কবির হোসেন (৩৬)। তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ গ্রামের নুর হোসেনের পুত্র। বর্তমানে বান্দরবান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ঘরের সামনে থেকে আসামী মো. কবির হোসেন এক শিশুকে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে যায়। পরে ধর্ষণ করেন।

এ ঘটনায় ধর্ষিতা শিশুর পিতা বাদী হয়ে দায়ের করা মামলায় পুলিশ আসামী কবির হোসেনকে গ্রেফতার করে।

দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বলেন, “সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত কবির হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের এই রায় প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধচোটের কারণে ঢাকায় ফিরে আসছেন সাকিব
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২