নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে বান্দরবানে দেশীয় পণ্যের হাটবাজার মেলা শুরু

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ১০:১৪ অপরাহ্ণ

বান্দরবানে দেশীয় পণ্য নিয়ে নারী উদ্যোক্তাদের সংগঠন “উইমেন ই-কমার্স এন্ড ট্রাস্ট (উই)”-এর উদ্যোগে ৩ দিনব্যাপী উই হাটবাজার মেলা শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) প্রথমবারের মতো বান্দরবান লেডিস ক্লাব মিলনায়তনে পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষে এ মেলা শুরু হয়।

মেলায় বান্দরবান জেলার সাতটি উপজেলায় দেশীয় পণ্য নিয়ে কাজ করা নারী উদ্যোক্তারা নিজেদের পণ্যের স্টল দিয়েছেন।

স্টলগুলোতে স্থান পেয়েছে কলা গাছের আঁশের সুতায় তৈরি বিভিন্ন ধরনের পণ্য, মাটির তৈরি জিনিসপত্র, দেশীয় তৈরি পোষাক, দেশীয় অলংকার, হস্তশিল্পের জিনিসপত্র ইত্যাদি।

উদ্যোক্তা নিশু’স ক্লোজেটের স্বত্বাধিকারী রওশান নিশমা বলেন, “উই-এর এ ধরনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তারা আরও উদ্বুদ্ধ হবে। দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে।”

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন ই-কমার্স এন্ড ট্রাস্ট (উই)-এরবান্দরবান জেলা কো-অর্ডিনেটর ফাতেমা বিনতে আলম রিমা বলেন, “নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি করা, দেশীয় পণ্যের প্রসার এবং তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই উই হাটবাজার মেলার আয়োজন।”

মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা এবং ভেন্যু ব্যবহারের সুযোগ দেয়ায় জেলা প্রশাসক ও লেডিস ক্লাবের দায়িত্বশীলদের ধন্যবাদ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসরকার নিজেদের মাঠে নিজেরাই খেলা করছে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ