রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৪:১১ অপরাহ্ণ

বান্দরবানের রুমা, থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবানে রুমা ও থানচি উপজেলায় দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার (১৪ জুলাই) দীর্ঘ চারমাস বন্ধ থাকার পর বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে উপজেলা দু’টি পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হয়।

প্রশাসন ও সংশ্লিষ্টরা জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর জঙ্গী ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় এ বছরের ১৬ মার্চ থেকে রুমা, থানচি এবং রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

নিষেধাজ্ঞার দীর্ঘ চার মাস পর গণবিজ্ঞপ্তি জারি করে রুমা ও থানচি উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হলো তবে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

এদিকে, নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভ্রমণপিপাসু পর্যটকরা রুমা উপজেলার বগালেক, রিজুক ঝর্না, জাদীপাই, তিনাপ সাইতার, দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, ক্যাওক্রাডং এবং থানচি উপজেলার আকর্ষষীয় পর্যটন স্পট তমাতুঙ্গী, রেমাক্রী, তীন্দু, বড়পাথর, নাফাখুম, অমিয়খুম, বাকলাই ঝর্না, আন্ধারমানিক, বড়মদক, ছোটমদক’সহ দর্শণীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুমা ও থানচি উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হলো। তবে রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। রোয়াংছড়ি ছাড়া জেলার বাকি ছয়টি উপজেলায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং আইনশৃংখলা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ৪ জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু