বান্দরবানে বন্য শূকরের আক্রমণে যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৩:৪৯ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য শূকরের আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের কুড়িক্ষ্যং এলাকায় জুম ঘরে বন্য শূকরের আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক (২১)। তিনি কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটা এলাকার আবুল বশরের পুত্র।

কয়েকদিন আগে কচ্ছপিয়া থেকে ঘর নির্মাণের জন্য পাহাড়ে বাঁশ এবং খুঁটি কাটতে গিয়েছিল ৪/৫ জন। সেখানে ভোরবেলায় বন্য শূকরের আক্রমণে যুবকটির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, বন্য শূকরের আক্রমণে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে। পাহাড়ে বাঁশ আর খুঁটি কাটতে গিয়েছিল তারা ৪/৫ জন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধফাউন্ডেশনহীন ভবনের মতো ভেঙে যাবে এ অবৈধ সরকার