বান্দরবানের তুমব্রু সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ২ জন মিয়ানমার যুবককে আটক করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আটক দু’জনকে ধরে বিজিবির কাছে হস্থান্তর করেছে জনপ্রতিনিধিরা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকার মধু বড়ুয়ার ছেলে স্বদেশ বড়ুয়া এবং নিরঞ্জন বড়ুয়ার ছেলে রিতু বড়ুয়া।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩১ নম্বর পিলারের পাশ্ববর্তী ঢেকিবনিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ২ জন মিয়ানমার যুবক বাংলাদেশে প্রবেশ করে তুমব্রু বাজারে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
পরে জনপ্রতিনিধিরা আটকদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত তুমব্রু বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।
কিন্তু এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, “অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দু’জন মিয়ানমার যুবককে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করে দেখছে।”
ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, “ধারণা করা হচ্ছে আটক যুবকরা সীমান্ত পথে চোরাচালানের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময়ে এপার-ওপারে যাতায়াত করত।”
এদিকে, মঙ্গলবার সকালেও তুমব্রু এবং বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় ৩টি মর্টারশেল গোলা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল ঘুমধুম সীমান্ত। পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।