দৈনিক আজকের পত্রিকা’র বান্দরবান জেলা প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ (৫২) আর নেই।
শনিবার রাত সাড়ে নয়টায় বান্দরবান আর্মি পাড়াস্থ বড় ভাইয়ের বাসায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ভাই সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, “দুই ভাই এক সাথে অফিস থেকে রাত নয়টায় বাসায় এসে পৌছাই। কিছুক্ষণ পর বদরুল ইসলাম মাসুদ নিজের রুমে হঠাৎ পড়ে যায়। তাড়াতাড়ি বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বদরুল ইসলাম মাসুদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
তিনি দৈনিক যুগরবি পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। পর্যায়ক্রমে দৈনিক সচিত্র মৈত্রীর বার্তা সম্পাদক, দৈনিক সমকালের বান্দরবান জেলা প্রতিনিধি, দৈনিক সাঙ্গু পত্রিকার যুগ্ম সম্পাদক ও সর্বশেষ দৈনিক আজকের পত্রিকা’র বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে বান্দরবান প্রেস ক্লাব, প্রেস ইউনিট, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ করেছে। বান্দরবানে কর্মরত সাংবাদিকসহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ রবিবার (১১ ডিসেম্বর) বাদে জোহর বান্দরবান কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে কেন্দ্রীয় গোরস্থান মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হবে।