বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসার দপ্তরীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম দিদার আলম (২৮)। তিনি চাকঢালার মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার কর্মচারী।। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী চাকঢালা আমতলী মাঠ এলাকায় বাড়ি ফেরার পথে মাদ্রাসার দপ্তরীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম দিদার আলম। তিনি চাকঢালার মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার কর্মচারী।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, দুর্বৃত্তদের ছুটিকাঘাতে মাদ্রাসার এক দপ্তরীর মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।