বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমি সংক্রান্ত বিরোধে শাহ আলম নামে একজনকে হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (২৯ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে বিচারক ফজলে এলাহি ভূইয়ার আদালত এই রায় দেয়।
আদালত ও আইনজীবীরা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০১৬ সালের ডিসেম্বর মাসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহ আলম নামে একজনকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশীরা।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলো আরিফ উল্লাহ, আছমা ছিদ্দিকা, মোজাফফর আহমদ ও শাহনাজ বেগম।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোজাফফর আহমদ এবং আছমা সিদ্দিকা পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. কামরুল হাসান জানান, হত্যা মামলায় অভিযুক্ত ৪ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ ফজলে এলাহি ভূইয়ার আদালত।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্য দু’জন কারাগারে গ্রেফতার রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়েছে।