বান্দরবানে ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে ৭৪ ঘর

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ৪:৩৭ অপরাহ্ণ

বান্দরবানে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর ৭৪টি ঘর। আজ মঙ্গলবার(১৯ জুলাই) সকাল এগারোটায় বান্দরবান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, “পার্বত্য চট্টগ্রামের জন্য আগামীতে ভিন্ন ডিজাইনে ঘর তৈরি করা হবে। এখানে ভূমি জটিলতা এবং যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গমতার কারণে এই অঞ্চলের উপযোগী টেঁকসই ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।”

তিনি বলেন, “এবার সদর উপজেলায় ১০টি, লামা উপজেলায় ৩৬টি, আলীকদম উপজেলায় ৫টি, রুমা উপজেলায় ১৪টি, রোয়াংছড়ি উপজেলায় ৯টি মিলে ৭৪টি গৃহহীন ভূমিহীন পরিবারকে মুজিববর্ষের উপহার প্রধানমন্ত্রীর ঘর দেয়া হবে। আগামী ২১ জুলাই গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন।”

জেলায় পর্যায়ক্রমে ৩,১২৫টি গৃহহীন-ভূমিহীন পরিবার পাবে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর ঘর। এর আগে প্রথম পর্যায়ে ২,১৩৪টি, দ্বিতীয় পর্যায়ে ৫৬৪টি, তৃতীয় পর্যায়ে ২০৫টি ঘর দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, ডা. মো. শেখ ছাদেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সেক্রেটারি মিনারুল হক, প্রেস ইউনিট বান্দরবান জেলা সভাপতি আলাউদ্দীন শাহরিয়ার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মংসানু মারমা সহ বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জোড়া খুনের মামলার প্রধান আসামী বাকলিয়া থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা ১৬ দিন পর না ফেরার দেশে