বান্দরবানে সীমান্তের ওপারে ফের গোলাগুলি

আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে সীমান্তবাসী

বান্দরবান প্রতি‌নি‌ধি | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ৬:৫৬ অপরাহ্ণ

তুমব্রু সীমান্তের পর এবার বান্দরবানের চাকঢালা-দৌছড়ি সীমান্তে মিয়ানমারের ওপারে গোলাগুলি হচ্ছে। মাঝেমধ্যেই মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তঞ্চলের বাড়িঘরসহ মানুষজন। আজ রবিবার (২৩ অক্টোবর) সকাল সা‌ড়ে এগারোটার সময় সদর ইউনিয়নের ছেড়ারমাঠ সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর সীমান্ত পিলারের ওপারে গোলাগুলি হয়েছে। দুপু‌রে দেড়টার দিকে দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠ সীমান্তের ৪৯ ও ৫০ নম্বর সীমান্ত পিলারের ওপারের মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবদুর রশীদ ও শামশুল আলম বলেন, শনিবার রাত আটটার পর গোলাগুলি থেমে যায়। তবে রবিবার সকাল সা‌ড়ে এগারোটা ও দুপুরের দি‌কে আবারও গোলাগুলি হয়েছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিয়ানমার বাহিরের মধ্যে এ গোলাগুলি হচ্ছে। রবিবার ১‌টি বুলেট এসে পড়েছিল এদেশের ভূখন্ডে। সীমান্তবাসীরা আতঙ্কে অনেকে বাড়িঘর ছেড়ে আশপাশের আত্মীয়স্বজনের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে।

দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান বলেন, “দৌছ‌ড়ি সীমা‌ন্তের বা‌হিরমাঠ এলাকার ওপা‌রে মিয়ানমার অং‌শে রবিবার দুপুরেও ৬০ রাউন্ডের মতো গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। ইতিম‌ধ্যে সীমান্তে বসবাসরত প্রায় দু’শতা‌ধিক পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেবার জন্য নির্দেশনা দিয়েছি। মাইকিং করা হয়েছে। অ‌নে‌কেই নিকট আত্মী‌য়ের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে। ত‌বে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, “সীমান্তের ওপারে প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে সীমান্তের অনেক পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। তবে রবিবার সকালের পর সীমান্তের ছেড়ারমাঠ এলাকায় গোলাগুলির কোনো শব্দ শোনা যায়নি। তাই গত রাতে আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে আশ্রয় নেয়া অনেকেই পুনরায় নিজবাড়িতে ফিরে গেছে।”

বিষয়টি নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌসকেও অবহিত করেছেন এবং সীমান্তে মায়ানমারের কাছাকাছি লোকজনকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করে বলা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপিছিয়ে থেকেও জিতল ভারত
পরবর্তী নিবন্ধদিনে বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখার পরামর্শ উপদেষ্টা তৌফিকের