বান্দরবানে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল করেছে জেলা বিএনপি।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) তিনটায় বান্দরবানের মেম্বার পাড়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দশ দফা দাবিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণমিছিল বের করে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে বনফুল মোড় চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং।
অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা রিটল বিশ্বাস, শাহদাত হোসেন জনি, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফি উল্লাহ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জামান ও সদস্য সচিব চনু মং মার্মা, জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম, সাধারণ এড. উমিচিং মার্মা, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার নাথ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তারকৃত নেতা–কর্মীদের অচিরে মুক্তি দিতে হবে। তা না হলে সরকারকে কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হবে এবং দুর্বার আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।
তিনি আরো বলেন, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি দ্রত বাস্তবায়নসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদর ধরপাকড় বন্ধ করা হউক এবং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকার গঠনসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।