বান্দরবানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বান্দরবান সদরের হিলবার্ড মোড়ে র্যাব-১৫ অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছ থেকে ছয়টি প্যাকেটে মোড়ানো ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বিএনপি নেতা চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. নজির হোসেন রিপন (৪৩) এবং থানচি উপজেলার তীন্দুর বাসিন্দা কাইথাং খুমী (৬০)।
তারা দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেলযোগে কক্সবাজার, লোহাগাড়া থেকে মাদক এনে বান্দরবানে ব্যবসা চালিয়ে যাচ্ছে। গ্রেফতারের পর তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, র্যাবের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে।