বান্দরবান-রাঙামাটি সড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. হেলাল উদ্দিন (৩৭)। তিনি বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। স্থানীয় বাসিন্দা মো. করিম উল্লাহর পুত্র। আজ সোমবার (২৩ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, “মোটরসাইকেলযোগে ফেরার সময় বান্দরবান-রাঙামাটি সড়কে লাকড়ি বোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইউপি সদস্যটির মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী মো. নূরনবী মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হতাহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়ার ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুর খবর পেয়েছি। তবে ঘটনাস্থল চট্টগ্রামে।”