বান্দরবানে ট্রাকচাপায় মা-মে‌য়ের মৃত্যু

বান্দরবান প্রতি‌নি‌ধি | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৫৮ অপরাহ্ণ

বান্দরবা‌নে ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কালাঘাটার ফ‌া‌ন্সিঘোনায় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা-মে‌য়ে দু’জনের মৃত্যু হ‌য়।

নিহ‌তরা হলেন জাহেদ মিয়া সাহেবের স্ত্রী আমেনা বেগম (৩৩) এবং তার কন্যা শিশু আয়েশা মনি (৫)।

তারা দু’জন ফ‌ান্সিঘোনার এক‌টি ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত আমেনা বেগম স্থানীয় এক‌টি মাদ্রাসায় রাধুনী হিসাবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় স্থানীয়রা গাড়িটি জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌হিদুল ইসলাম জানান, ট্রাকচাপায় মা-মেয়ে দু’জন নিহত হ‌য়ে‌ছে। ট্রাক‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। তবে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে। নিহ‌তের স্বামীকে খবর দেয়া হ‌য়ে‌ছে। তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হ‌বে।

পূর্ববর্তী নিবন্ধছুরিকাঘাতে পিতার মৃত্যুর ১৫ দিন পর চিকিৎসাধীন ছেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু