বান্দরবানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৬:৫৩ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে কাঠবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার বিদ্যামনি পাড়া এলাকায় থানচি-বান্দরবান সড়কে কাঠবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম জয়রাজ দাশ (২২)।

কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউটের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জয়রাজ রাঙ্গুনিয়া উপজেলার মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতার পুলিশ তাকে উদ্ধার করে বান্দরবান সদর নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের মেডিকেল অফিসার দিদারুল আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক মারা গেছে। হাসপাতালে আনা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ও পুলিশের এসআই কারিমুজ্জামান জানান, কাঠবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। পাঁচটি মোটরসাইকেল নিয়ে পর্যটকরা থানচি ভ্রমণে যাচ্ছিলেন।

এসআই কারিমুজ্জামান জানান, নিহতের মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে থানচি থানা পুলিশ কাজ করছে।

আমাদের রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, শখের মোটরবাইক ঘিরে সব ভালোবাসা ছিল রাঙ্গুনিয়ার জয়রাজ দাশের। বাইক চালিয়ে তিনি দূরদূরান্তে যেমন ঘুরে বেড়াতেন তেমনি মোটরসাইকেলে নানা রকম কসরত দেখিয়েও বন্ধুদের আনন্দ দিতেন। রাঙ্গুনিয়া বাইক লাভার্স গ্রুপ নামে একটি সংগঠনের মডারেটরের দায়িত্ব নিয়ে, এর ব্যানারে নানা আনন্দ-উদযাপনে মেতে থাকতেন সবসময়।

জয়রাজ আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সাথে বাইক চালিয়ে বান্দরবান ঘুরতে গিয়েছিলেন।

তার সাথে অপর একটি মোটরসাইকেলে বান্দরবান গিয়েছিলেন তার বন্ধু মো. মনির।

তিনি জানান, চট্টগ্রাম থেকে তারা কয়েকজন মোটরসাইকেল নিয়ে বান্দরবান সদর হয়ে থানচি যাচ্ছিলেন। যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জয়রাজ দাশ গুরুতর আহত হয়। পরে বাকি বন্ধুরা পুলিশের সহায়তায় তাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. দিদারুল আলম জানান, বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক কারিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

এদিকে, জয়রাজ দাশের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকের মাতম চলছে তার পরিবারে। ফেসবুকেও তার বন্ধু-বান্ধবরা তাকে নিয়ে স্মৃতিচারণ করে দিচ্ছেন নানা পোস্ট। অনেকে আবার মোটরসাইকেল দুর্ঘটনায় সাম্প্রতিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে বাইকের বেপরোয়া গতি এবং অযথা ঘোরাঘুরির ব্যাপারেও করছেন নানা মন্তব্য।

পূর্ববর্তী নিবন্ধনতুন চাক্তাইয়ে আগুনে ২ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধথার্টি ফাস্ট নাইটে নাচ-গান-আতশবাজি বাদ