বান্দরবানে অজ্ঞাত পরিচয় দুই মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৩:২২ অপরাহ্ণ

বান্দরবানে পানিতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শুক্রবার থেকে জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিতে লামা উপজেলার রাজবাড়ী এলাকায় মাতামুহুরি নদীতে স্রোতের পানিতে ভেসে আসে এক ব্যক্তির লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।

অপরদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে নতুন পাড়া এলাকায় পাহাড়ি ঝিরিতে পানিতে ভাসমান এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, পাহাড়ি ছড়ার পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধফ্রাইং প্যানের হাতলে স্বর্ণ পাচার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামেও সমভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন