এবার বাবুলের বিরুদ্ধে পিবিআই প্রধান বনজের মামলা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৯:০৭ অপরাহ্ণ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ড নিয়ে ‘মিথ্যা ও অসত্য তথ্য’ প্রচার করার অভিযোগে বাবুল আক্তার, তার বাবা, ভাইসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমণ্ডি থানায় এ মামলা করা হয় বলে পিবিআই-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান।

মামলার আসামিরা হলেন বাবুল আক্তার, তার বাবা আব্দুল ওয়াদুদ, ভাই হাবিবুর রহমান লাবু এবং প্রবাসী ইউটিউবার ইলিয়াছ হোসাইন।

প্রবাসী ইউটিউবার ইলিয়াছ হোসাইন এক সময় দেশে সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

মিতু হত্যা মামলায় ‘স্বীকারোক্তি আদায়ে’ হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে এর আগে পিবিআই প্রধানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছিলেন বাবুল আক্তার।

সেই আবেদন আদালত খারিজ করে দেওয়ার দুই দিনের মাথায় বাবুলের বিরুদ্ধে এ মামলা করলেন বনজ কুমার মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধ‘চোখ উঠলে’ বিমান ভ্রমণ নয়
পরবর্তী নিবন্ধ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে কক্সবাজারে ৭ দিনের উৎসব শুরু