রাঙামাটির বাঘাইছড়িতে আগুনে ৭০ দোকান-ঘর পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৬:২৪ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম বাঘাইড়ি উপজেলার দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার(২১ জুলাই) সকাল পৌনে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান, ঘর, বসতবাড়ি সহ ৭০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দূরছড়ি বাজারে একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

সেনাবাহিনী ও খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঘাইছড়িতে ফায়ারসার্ভিস স্টেশন না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ারসার্ভিস টিমকে যেতে হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুন লাগার সাথে সাথে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দূরছড়ি বাজারে চালের গুদাম, আদা, হলুদসহ বড় বড় অনেকগুলো প্রতিষ্ঠান পুড়ে গেছে।

এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান আক্তার জানিয়েছেন, এখানে গ্যাস সিলিন্ডারের দোকানে চুলা পরীক্ষা করার সময় এ আগুনের সূত্রপাত হয়। দোকান, ঘর সহ ৭০টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে।

তিনি বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকার মতো হবে। বাঘাইছড়িতে ফায়ারসার্ভিস স্থাপনের জন্য মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। আশা করছি শিগগিরই এর সমাধান হবে।”

এদিকে, বাঘাইছড়ি উপজেলা হওয়ার পর থেকে এখনও ফায়ার সার্ভিস সিস্টেম চালু হয়নি। তবে সরকারের পক্ষ থেকে যদি নৌ ফায়ার সার্ভিসের
উদ্যোগ নেয়া হতো তাহলে বাঘাইছড়িতে বহু বছরের স্বপ্নপূরণ হতো বলে মত প্রকাশ করছেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সৎবাবার হাতে কিশোরী মেয়ে ধর্ষণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে নানা বাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু