চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে।
খুলশী থানায় বুধবার রাতে পুলিশ ও এক আওয়ামী লীগ কর্মী বাদী মামলা দুটি করেন।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, নির্বাচনী কেন্দ্রে হামলার ঘটনায় আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, পুলিশের ওপর হামলার অভিযোগে আলাদা একটি মামলা করেছে পুলিশ।
ওসি সন্তোষ চাকমা জানান, পুলিশের করা মামলায় ৪৪ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় কয়েকশজনকে আসামি করা হয়েছে।
তাদের মধ্যে হামলার পরপর ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
বুধবার সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা শেষে ফেরার পথে বিকালে বিএনপিকর্মীরা নগরীর লালখান বাজার এলাকায় চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর দেওয়ান হাট মোড়ে পদযাত্রা শেষে বিএনপির ছোট ছোট মিছিলগুলো লালখান বাজার দিয়ে ফিরে যাওয়ার পথে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ গেইটের বিপরীতে বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের লাঠিসোটা দেখিয়ে উস্কানিমূলক স্লোগান দেয়।