৫৫ কেন্দ্রে মহিউদ্দিন বাচ্চু এগিয়ে

আজাদী অনলাইন | রবিবার , ৩০ জুলাই, ২০২৩ at ৭:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের পর এখন চলছে ভোট গণনা। সেইসাথে ঘোষণা করা হচ্ছে ফলাফলও।

ইতোমধ্যে বেসরকারিভাবে ৫৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে যেগুলোর মধ্যে ১৭ হাজার ৮০৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

এখন পর্যন্ত ৫০৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুল আলম।

আজ রবিবার (৩০ জুলাই) নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

অন্যান্য প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ৩৯৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ১৯৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ১৪৫ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ১৩১ ভোট।

নগরীর ১৫৬টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম-১০ আসনের এ নির্বাচনে ভোট হয় ইভিএম পদ্ধতিতে।

আসনটিতে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন।

পূর্ববর্তী নিবন্ধকড়া নিরাপত্তায় চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ
পরবর্তী নিবন্ধনৌকার মহিউদ্দিন বাচ্চু জয়ী