দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে খ্যাত নরসিংদীর বাবুরহাটে আগুন লেগেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্তত ১৬টি ইউনিট।
রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শেখেরচরের বাবুরহাটের উত্তর পাশে বাবুরহাটের বণিক সমিতির অফিস সংলগ্ন খালপাড় মেইন গলির দোকানগুলোতে আগুন লাগে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত।
তিনি বলেন, “এখনো পর্যন্ত সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।”
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, এলাকাটি ঘিঞ্জি। কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আগুন ক্রমাগত বাড়ছে। একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, যেখানে আগুন লেগেছে সেখানে এখন পর্যন্ত অন্তত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে।