২৮ অক্টোবর সমাবেশ করবে আওয়ামী লীগও

আজাদী অনলাইন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ১০:১৭ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় বিএনপি’র সমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

আগামী ২৮ অক্টোবর শনিবার বিকালে সেখানে বিএনপি’র জমায়েতের চেয়েও বড় জমায়েত করতে চায় ক্ষমতাসীন দলটি।

এ সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বলে আজ রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জানান দলটির সাংগঠনিক এ ইউনিটের সভাপতি আবু আহমেদ মন্নাফি।

তিনি বলেন, “আমরা ২৮ তারিখ বিকাল তিনটায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করব। সমাবেশকে সফল করার জন্য ২৪ অক্টোবর কেন্দ্রীয় ও ঢাকার আশপাশের আওয়ামী লীগসহ দায়িত্বশীলদের সঙ্গে বর্ধিত সভা করব।”

এর আগে গত ১৮ অক্টোবর নয়া পল্টনের সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর বিএনপি চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে ‘মহাসমাবেশ’ ডাকে। এটিকে ‘মহাযাত্রা’ হিসেবে উল্লেখ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত সেদিন থেকে আন্দোলন চলবে।

নয়া পল্টনে এ সমাবেশ আয়োজন করতে চাওয়ার বিষয়টি অবহিত করে বিএনপি ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেয় গত শনিবার তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি।

অপরদিকে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশের অনুমোদন চেয়ে ডিএমপি’র কাছে লিখিত আবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এ ইউনিটের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত আবেদনে মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, স্টেডিয়াম, বায়তুল মোকাররম, গোলাপশাহ মাজার সংলগ্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার অনুরোধ জানানো হয়।

এ দুই সমাবেশ করা নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বক্তব্য ও পাল্টা বক্তব্য দেওয়া চলছে।

গত ১৮ অক্টোবর নয়া পল্টনে মির্জা ফখরুল বলেন, “আগামী ২৮ তারিখ শনিবার আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের ‘মহাযাত্রা’ শুরু হবে। ইনশাআল্লাহ তারপরে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না।”

পরদিন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকেও ‘জবাব’ দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ২৮ অক্টোবর তারাও সমাবেশ করবেন এবং সেটি হবে তাদের ‘মহাযাত্রা’।

ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিএনপিকে ২০২২ সালের ১০ ডিসেম্বরের ঘটনাপ্রবাহও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি সরকার পতনের আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে ১০ ডিসেম্বর নয়া পল্টনে সমাবেশ করতে চেয়ে পারেনি। পরে তারা সায়েদাবাদের কাছে গোলাপবাগ মাঠে সমাবেশ করে।

পূর্ববর্তী নিবন্ধডাক বিভাগের গাড়িতে ডকুমেন্ট নয় বালি পরিবহন !
পরবর্তী নিবন্ধ৭০০ পর্যটক নিয়ে ডুবোচরে কিছুক্ষণ আটকা ছিল জাহাজ