চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দু’টি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
রবিবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার পদুয়া ও আনোয়ারার কর্ণফুলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো বাঁশখালী উপজেলার গুনাগরী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাধনপুর গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে মো. হোসেন (৩৯) এবং আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিমচাল গ্রামের জিন্নাত আলীর বাড়ির মৃত মীর হোসেন আলীর ছেলে শাহাদাত হোসেন (২৫)।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই আবুল ফারাজ জুয়েল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামের মো. নুরুন্নবীর সন্তান আজিম উদ্দিনের গত ৫ সেপ্টেম্বর রাতে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করলে তথ্যপ্রযুক্তির সাহায্যে এই ঘটনায় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্টতা নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে হোসেনকে রাঙ্গুনিয়ার পদুয়াস্থ তার শ্বশুরবাড়ি এবং শাহাদাতকে আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়। অভিযানকালে হিদুল ইসলাম ছোটন নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়। এসময় তার হেফাজত থেকে দু’টি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করি।”
পলাতক ছোটন আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাহাতা দিঘীর পাড় গ্রামের আহম্মদ ছফার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিরও একটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারসহ রাঙ্গুনিয়া থেকে চুরি যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটিও উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল ফারাজ জুয়েল।
তারা সবাই গাড়ি চুরি চক্রের সদস্য বলে জানান তিনি।